নারী সম্মানে সমাজ আলোকিত

নারী সম্মানে সমাজ আলোকিত
02:55PM to 02:55PM - September 19, 2024
Mohammadpur, Nobodoy Housing Society, Mohammadpur - 1207, Dhaka

সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন আমরা সবাই পরিবার সমাজের নানা অসঙ্গতি এবং সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে থাকে। সুন্দর, সাবলীল এবং বৈষম্য মুক্ত সমাজ গঠনের স্বপ্ন এবং আমরাই গড়বো উজ্জ্বল আগামী মূলমন্ত্র নিয়ে মূলত এ সামাজিক সংগঠনটির পথচলা।

এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নারী শ্রমিকদের সম্মানে আয়োজন করা হয়েছে নারী সম্মানে সমাজ আলোকিত ইভেন্ট।

বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক হল নারী।

যাদের আবার বিশাল অংশ আবার অর্ধ শিক্ষিত অথবা নিরক্ষর। কিন্তু শিক্ষার আলো না থাকল এদেশের জাতীয় অর্থনীতিতে তাদের ভূমিকা রেখেছে আর এর প্রধান মাধ্যম হলো পোশাক খাত।

১৬ ডিসেম্বর বিজয় দিবস এ পোশাক খাতে কর্মরত নারী শ্রমিকদের কর্মক্ষেত্র, পরিবার ও সমাজের বিভিন্ন স্তরের নারী বিষয়ক অপরাধ সম্পর্কে তাদের কে সচেতনতা এবং এর প্রতিকারের স্থান বা করণীয় সম্পর্কে অবগত করার লক্ষ্যে সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন আমরা সবাই নারীর সম্মানে সমাজ আলোকিত ইভেন্ট আয়োজন করছে।

উক্ত কর্মশালায় তাদের প্রশিক্ষণ শেষে বিভিন্ন রকমের উপহার সামগ্রী দিয়ে তাদের উৎসাহ দেওয়া হবে যেন ভবিষ্যতে অন্যান্য সরকার/সামাজিক সংগঠনগুলো এরকম কাজ করলে তাতে তারা যেন উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে.

আপনিও চাইলে এতে ভলেন্টিয়ার অথবা স্পনসর হিসেবে জয়েন এবং এই মহৎ কাজের অংশীদার হতে হতে পারেন।

আমাদের মোবাইল ব্যাংকিং মাধ্যমে অংশগ্রহন করতে পারেন : ০১৬১ ৬৬০৫ ২০৩ (বিকাশ, নগদ, রকেট)

আমাদের সর্বশেষ ইভেন্টের ভিডিও ডকুমেন্ট

Organizer

Ticket detail

Export