আমাদের স্বাস্থ্য আমাদের সচেতনতা

আমাদের স্বাস্থ্য আমাদের সচেতনতা
03:00PM to 06:30PM - February 21, 2023
Sadarghat, Sadarghat River Port, Dhaka

সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন আমরা সবাই পরিবার সমাজের নানা অসঙ্গতি এবং সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে থাকে। সুন্দর, সাবলীল এবং বৈষম্য মুক্ত সমাজ গঠনের স্বপ্ন এবং আমরাই গড়বো উজ্জ্বল আগামী মূলমন্ত্র নিয়ে মূলত এ সামাজিক সংগঠনটির পথচলা।

এরই ধারাবাহিকতায় আমাদের স্বাস্থ্য আমাদের সচেতনতা এই প্রতিপাদ্য সমাজ মানব উন্নয়ন মূলক সংগঠন আমরা সবাই একটি স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মসূচি এর আয়োজন করেছে।

যেখানে ঢাকার গুরুত্বপূর্ণ একটি স্থান সদরঘাটের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন সহ ওই স্থানের কর্মব্যস্ত জনগণের মাঝে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক লিফলেট বিতরণ করা হবে। এবং সদরঘাটের দেওয়াল ও লঞ্চে স্বাস্থ্য বিষয়ক দিক নির্দেশনার স্টিকার লাগানো হবে। এছাড়াও ওখানে অবস্থানরত ভাসমান ছিন্নমূল মানুষদের মাঝে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ করা হবে।

আপনিও চাইলে এতে ভলেন্টিয়ার অথবা স্পনসর হিসেবে জয়েন এবং এই মহৎ কাজের অংশীদার হতে হতে পারেন।

আমাদের মোবাইল ব্যাংকিং মাধ্যমে অংশগ্রহন করতে পারেন : ০১৬১ ৬৬০৫ ২০৩ (বিকাশ, নগদ, রকেট)

আমাদের সর্বশেষ ইভেন্টের ভিডিও ডকুমেন্ট

Organizer

Export