সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন আমরা সবাই পরিবার সমাজের নানা অসঙ্গতি এবং সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। সুন্দর, সাবলীল এবং বৈষম্য মুক্ত সমাজ গঠনের স্বপ্ন এবং আমরাই গড়বো উজ্জ্বল আগামী মূলমন্ত্র নিয়ে মূলত এ সামাজিক সংগঠনটির পথচলা। এরই ধারাবাহিকতায় ৩মে চাঁদ রাতে পথ শিশুদের মাঝে ঈদের পোশাক ও ঈদ সালামি বিতরণ করা হয় যেখানে অসংখ পথ শিশু অংশগ্রহন করেন। View this post on Instagram A
সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন আমরা সবাই পরিবার সমাজের নানা অসঙ্গতি এবং সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। সুন্দর, সাবলীল এবং বৈষম্য মুক্ত সমাজ গঠনের স্বপ্ন এবং আমরাই গড়বো উজ্জ্বল আগামী মূলমন্ত্র নিয়ে মূলত এ সামাজিক সংগঠনটির পথচলা। এরই ধারাবাহিকতায় ২২ এপ্রিল ২০তম রোজায় পথ মানুষদের মাঝে ২০০ প্যাকেট ইফতারী ও পানীয় বিতরনের উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু আল্লাহর অশেষ কৃপায় যা ৪৫০ প্যাকেট পৌছায় এবং তা বিতরন করা হয়। ইফতার ইভেন্ট কার্যক্রমটিতে স্পন্সর হিসাবে
আমরা সবাই বাংলাদেশের সমাজ ও মানব সম্পদ উন্নয়ন মূলক একটি দাতব্য সংস্থা। আমরাই গড়ব উজ্জল আগামী এই স্লোগান নিয়ে একটি সুন্দর সমাজ গড়তে এগিয়ে চলেছে আমরা সবাই । আমাদের ৪টি প্রকল্প (স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জনসচেতনতা) এবং ৪০০০০ স্বেচ্ছাসেবক সমন্নয়ে ১ কোটি পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন যাদের লক্ষ ও উদ্দেশ্য ।
ভলান্টিয়ারিং হল কোন ব্যক্তি বা গোষ্ঠীর একটি স্বেচ্ছাসেবী কাজ যা অবাধে এবং বিনা পারিশ্রমিকে সেবার উদ্দেশ্যে সময় ও শ্রম ব্যয় করে করা হয় । ভলান্টিয়ারিং করার সবচেয়ে বড় লাভ হচ্ছে মানসিক প্রশান্তি । এছাড়াও ভলান্টারি কাজ নেটওয়ার্কিং করতে, নিজের স্কিল ডেভেলপ করতে, ক্যারিয়ারে এগিয়ে যেতে এবং সুখী জীবন যাপনে সহায়াতা করে । কেন ভলান্টিয়ারিং! আমরা আমাদের জীবনে ব্যাস্ততার সমুদ্রে ডুবে আছি । জীবনের প্রতি মুহূর্তেই থাকে আমাদের নানা রকম ব্যাস্ততা। ব্যস্ত জীবনযাপনের মধ্যে ভলান্টিয়ারিং করা খুব সহজ কাজ নয়। তবে ভলেন্টিয়ারি কাজ সমাজ,